শিলিগুড়ি, ৩ জুনঃ গাড়ির বনেট ও সিটের মধ্যে লুকিয়ে গাঁজা পাচারের ছক।পাচারের আগেই গাঁজা সহ এক পাচারকারীকে গ্রেফতার করলো প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ।
বিভিন্ন সময়ে পাচারের ক্ষেত্রে নিত্যনতুন পথ অবলম্বন করে পাচারকারীরা।এবারে পুলিশের চোখে ধূলো দিতে গাঁজার প্যাকেট গাড়ির বনেট ও সিটের নীচে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল।যদিও কোন লাভ হয়নি পাচারকারীর।খবর পেয়েই প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ মহানন্দা ব্রিজ সংলগ্ন হিলকার্ট রোডে অভিযান চালায়।সেখানে একটি যাত্রীবাহী চারচাকা গাড়ি দেখতে পেয়ে সন্দেহ হয় পুলিশের।গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি নিতেই উদ্ধার হয় ৫ প্যাকেট গাঁজা।ঘটনায় গ্রেফতার করা হয় গাড়ির চালককে।ধৃতের নাম রঞ্জন দে।বালুরঘাটের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া গাঁজার ওজন ৩৫ কিলো।যার বাজারমূল্য লক্ষাধিক টাকা।এই গাঁজা কোচবিহার থেকে নিয়ে আসা হয়েছিল।শিলিগুড়ি জংশন এলাকায় তা পাচারের পরিকল্পনা ছিল।তবে তার আগেই গাঁজা সহ পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ।
আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।