রাজগঞ্জ, ২১ নভেম্বরঃ প্রায় ৫৭ কেজি গাঁজা সহ দুজনকে গ্রেফতার করলো এসটিএফ। ঘটনায় দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল মহম্মদ ইফতিকার ও মহম্মদ পারভেজ।দুজনেই বিহারের আরারিয়া জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফাটাপুকুর টোলগেট সংলগ্ন এলাকায় একটি পিকআপ ভ্যান দাঁড় করায় শিলিগুড়ি স্পেশাল টাস্ক ফোর্স (STF)। সেই গাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি বস্তা থেকে প্রায় ৫৭ কেজি গাঁজা উদ্ধার হয়। গাঁজা গুলি কোচবিহার থেকে শিলিগুড়ি হয়ে বিহারের পাচারে উদ্দেশ্য যাচ্ছিল।
এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে।

