ফাঁসিদেওয়া, ৩১ ডিসেম্বরঃ গাঁজা পাচার রুখল পুলিশ।ফাঁসিদেওয়ার বিধাননগরে যাত্রীবাহী বেসরকারি বাস আটক করে ১৬ কেজি গাঁজা উদ্ধার করলো বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ।
ঘটনায় গ্রেফতার তিন মহিলা সহ চারজন।ধৃতদের নাম কল্পনা দত্ত(৩৪),কনিকা বর্মন(৩৬), ঝর্না সুত্রধর(৫৬) ও সুদীপ দত্ত(১৮)।ধৃতরা প্রত্যেকেই কোচবিহার জেলার বাসিন্দা।
জানা গিয়েছে, কোচবিহার জেলার দিনহাটা থেকে রায়গঞ্জে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজা।এই খবর পেয়ে অভিযান চালিয়ে যাত্রীবাহী বেসরকারি বাস আটক করে তল্লাশি চালায় পুলিশ।ধৃত চারজনের চারটি ব্যাগে উদ্ধার হয় ১৬ কেজি গাঁজা।
এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।আগামীকাল ধৃত চারজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।