শিলিগুড়ি, ১৯ মার্চঃ শিলিগুড়িতে গাঁজা কারবারের ঘটনায় গ্রেফতার হয়েছে এক মহিলা।এবারে সেই মহিলার এক সঙ্গীকে গ্রেফতার করলো পুলিশ।ধৃতের নাম রতন দাস।সে কোচবিহারের বাসিন্দা।ধৃত ডেলিভারি বয় হিসেবে কাজ করতো।
প্রসঙ্গত, মাটিগাড়ার শুটকি গোডাউন এলাকার বাসিন্দা জগতার সাহানি বাইরে থেকে গাঁজা নিয়ে এসে ছোটো ছোটো প্যাকেট করে তা শিলিগুড়ির বিভিন্ন মার্কেটে বিক্রি করছিল।এই খবর পেয়ে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ শুক্রবার রাতে মহিলার বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করে।মহিলাকে গ্রেফতার করে পুলিশ।এরপর শনিবার সন্ধ্যে নাগাদ ফের অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় রতন দাস নামে এক ব্যক্তিকে।ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ১০ কিলো গাঁজা।
পুলিশ সূত্রে খবর, গতকাল কোচবিহার থেকে গাঁজা নিয়ে এসে মাটিগাড়ায় পৌঁছায় রতন দাস।সম্ভবত জগতার সাহানিকে গাঁজা ডেলিভারি দিতে যাচ্ছিল সে।গাঁজা নিয়ে চাঁদমুনি নিউ চামটা ব্রিজ হয়ে যাওয়ার পথে ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
অভিযুক্ত রতন দাসের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে আজ তাকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে।