শিলিগুড়ি, ৮ জানুয়ারিঃ আয়ার কাজ করার আড়ালে মাদক কারবারের অভিযোগ।মহিলাকে গ্রেফতার করলো মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ।
জানা গিয়েছে, বুধবার বিকেলে মাটিগাড়া থানা অন্তর্গত সুটকি গোডাউন সংলগ্ন এলাকা থেকে লক্ষাধিক টাকার গাঁজা সহ মহিলাকে গ্রেফতার করে পুলিশ।ধৃত মহিলার নাম কিরণ দেবী।বিহারের বাসিন্দা।গত একবছর ধরে শিলিগুড়িতে রয়েছে।আয়ার কাজ করতো মহিলা।
কিরণ দেবী ভাড়া বাড়িতে থেকে গাঁজার কারবার শুরু করে।গোপন সূত্রে এই খবর পেয়ে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ মহিলার ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ঘর থেকে প্রায় ৫ প্যাকেট গাঁজা উদ্ধার করে।যার ওজন প্রায় ২৮ কেজি।উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য লক্ষাধিক টাকা।এরপরই গ্রেফতার করা হয় কিরণ দেবীকে।
আগামীকাল মহিলাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।