জলপাইগুড়ি, ১১ আগস্টঃ গাঁজা পাচারের অভিযোগে এক ট্রাক চালককে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালী থানার পুলিশ।ধৃতের নাম তেজবীর সে বিহারের পাটনার বাসিন্দা।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে কোতোয়ালী থানার আইসি বিপুল সিনহা পুলিশ বাহিনীকে নিয়ে জলপাইগুড়ি ২৭ নম্বর জাতীয় সড়কের গোশালা মোড়ে সমস্ত গাড়িতে তল্লাশি শুরু করে।তল্লাশির সময় একটি ট্রাককে আটক করা হয়। সেই ট্রাক থেকে উদ্ধার হয় ১৫০ কেজি গাঁজা।ট্রাকটিতে সেনা বাহিনীর পোস্টার লাগানো ছিল।এরপরই গ্রেফতার করা হয় ট্রাক চালককে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।গাঁজা মনিপুরের ইম্ফল থেকে শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্যে ছিল।
ধৃত ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এক সেনাকর্মীর কিছু জিনিস নিয়ে পাটনায় নিয়ে যাচ্ছিল সে।মাঝে রাস্তায় একজন ট্রাকটিকে দাড় করিয়ে কিছু বস্তা তাকে শিলিগুড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে।সেই বস্তা থেকেই উদ্ধার হয় গাঁজা।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোতয়ালী থানার পুলিশ।