রাজগঞ্জ,২০ অক্টোবরঃ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন গজলডোবার টাকিমারিতে।বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের ২নং টাকমারি বাজার কমিটির উদ্যোগে ও শিলিগুড়ি লায়ন্স ক্লাবের সহযোগিতায় এই চক্ষু পরীক্ষা শিবির করা হয়।এদিন এলাকার বহু মানুষ এই শিবিরে চক্ষু পরীক্ষা করান।
ক্লাবের সদস্য দুলাল অধিকারী জানান, আমাদের এই টাকিমারি এলাকাটি কৃষিপ্রধান এলাকা।আমাদের ছোট থেকে বড়ো কোনও সমস্যা হলে শিলিগুড়ি বা জলপাইগুড়ি যেতে হয়।তাই এলাকার মানুষের কথা ভেবে বিনামূল্যে চক্ষু পরীক্ষার আয়োজন করা হয়েছে।এতে সাধারণ মানুষের অনেক সুবিধা হল।