গজলডোবায় খুঁটি পুজোর মধ্য দিয়ে রাসমেলা ও বাউল উৎসবের প্রস্তুতি শুরু

রাজগঞ্জ, ৩ নভেম্বরঃ খুঁটি পুজোর মধ্য দিয়ে রাসমেলা এবং উত্তরবঙ্গ লোকসংস্কৃতি ও বাউল উৎসবের প্রস্তুতি শুরু হল গজলডোবার টাকিমারিতে।


রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের টাকিমারির নবমিলন যুব সংঘ ও ২ নম্বর টাকিমারি বাজার কমিটির সহযোগীতায় এবছর ২৬তম রাস উৎসব আয়োজিত হবে।আগামী ১৫ নভেম্বর রাস উৎসবের পরের দিন ১৬ নভেম্বর থেকে সাতদিন ব্যাপী রাসমেলা ও বাউল উৎসবের আয়োজন করা হবে।

মেলা কমিটির সদস্যরা জানান, এটি শুধু মেলা নয় হাজার হাজার মানুষের মিলনের একটি জায়গা।রাসমেলার পরের দিন থেকে সাতদিন ব্যাপী রাসমেলা ও উত্তরবঙ্গ লোকসংস্কৃতি ও বাউল উৎসবের আয়োজন করা হচ্ছে।যেখানে রাজ্যের পাশাপাশি বাংলাদেশ থেকেও বাউল শিল্পীরা অনুষ্ঠান করবেন।প্রতিদিন লক্ষাধিক মানুষের সমাগম হবে মেলায়।আজ খুঁটি পুজোর মধ্য দিয়ে তার প্রস্তুতি শুরু করা হল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *