গজলডোবা বাজারে নতুন মার্কেট কমপ্লেক্স নির্মাণ ও সৌন্দর্যায়নের উদ্যোগ, পরিদর্শন করলেন বিধায়ক খগেশ্বর রায়

গজলডোবা, ১৩ ডিসেম্বরঃ গজলডোবা বাজারে নতুন মার্কেট কমপ্লেক্স নির্মাণ ও সৌন্দর্যায়ন করা হবে। শনিবার পরিদর্শনে এলেন রাজগঞ্জের বিধায়ক তথা গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান খগেশ্বর রায়।
এদিন বিধায়ক খগেশ্বর রায়ের সঙ্গে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, মালবাজারের মহকুমাশাসক সহ এলাকার অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকেরা।
উল্লেখ্য, রাজ্যের অন্যতম উল্লেখযোগ্য পর্যটনকেন্দ্র রাজগঞ্জের গাজলডোবার ‘ভোরের আলো। প্রতিদিনই বিভিন্ন জেলা ও রাজ্য থেকে বহু পর্যটক এখানে ঘুরতে আসেন। পর্যটনকেন্দ্রের একেবারে সন্নিকটে থাকা গজলডোবা বাজারে পর্যটকদের চাহিদা অনুযায়ী নানা ধরনের খাবার ও পণ্যের পসরা সাজিয়ে বসেন স্থানীয় ব্যবসায়ীরা। এই বাজারকে আরও পরিকল্পিত ও আকর্ষণীয় করে তুলতেই নতুন মার্কেট কমপ্লেক্স ও সৌন্দর্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিন পরিদর্শন শেষে বিধায়ক খগেশ্বর রায় জানান, গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে বাজারটিকে নতুনভাবে সাজানো হবে।ইতিমধ্যেই আটটি দোকান নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। আগামীদিনে আরও দোকান নির্মাণ করা হবে। যেসব দোকান ইতিমধ্যেই তৈরি হয়েছে, সেখানে ব্যবসায়ীদের স্থানান্তর করা হবে। এরপর পুরনো দোকানগুলি ভেঙে পরিকল্পিতভাবে বাকি দোকানগুলির নির্মাণ কাজ করা হবে।
এই প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে যেমন ব্যবসায়ীদের পরিকাঠামোগত সুবিধা বাড়বে, তেমনই পর্যটকদের কাছেও গাজলডোবা বাজার আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশাবাদী প্রশাসন ও জনপ্রতিনিধিরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *