রাজগঞ্জ, ১ ফেব্রুয়ারিঃ ফুলবাড়ি-গজলডোবার ক্যানেল রোডে নতুন ওভারব্রিজের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এতে শিলিগুড়ি থেকে গজলডোবার যাওয়ার সময় অনেকটা কমে গেল। আর আমবাড়ি-ফালাকাটা রেলগেটেও অপেক্ষা করতে হবেনা।
সোমবার দুপুর ৩ টায় শিলিগুড়ির বাঘাযতীন পার্কে উত্তরবঙ্গ উৎসবের অনুষ্ঠান মঞ্চ থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ওভারব্রিজটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। নতুন এই ওভারব্রিজ প্রায় ৭৩৬ মিটার দীর্ঘ।খরচ হয়েছে প্রায় ৪৫ কোটি টাকা।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী ভোরের আলোতে তৈরি হওয়া যুব আবাসের উদ্বোধন করেন।বিধানসভা ভোটের আগে এদিন একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, নতুন এই ওভারব্রিজ হয়ে যাওয়া এখন সরাসরি ক্যানেল রোড হয়েই সমস্ত গাড়ি গজলডোবার পাশাপাশি ডুয়ার্সে যেতে পারবে।এতদিন তা না থাকায় কয়েক কিলোমিটার ঘুরে আমবাড়ি রেলগেট হয়ে গাড়িগুলিকে গন্তব্যে যেতে হতো।