রাজগঞ্জ, ২০ মার্চঃ করোনা আতঙ্কে জনশূন্য গজলডোবার ‘ভোরের আলো’।বিশেষ করে ছুটির দিনে ব্যাপক ভিড় হয়।কিন্তু করোনার জেরে গত কয়েকদিন থেকে কোন পর্যটক আসছে না।তাই হাত গুটিয়ে বসে আছেন ব্যবসায়ীরা।কবে স্বাভাবিক হবে জনজীবন, সেই অপেক্ষায় রয়েছেন গজলডোবার ব্যবসায়ীরা।
রাজগঞ্জের গজলডোবার পর্যটন হাব – ‘ভোরের আলো’ পর্যটক ও ভ্রমণপিপাসুদের কাছে একটি আকর্ষণীয় স্থান। সার্বিক সুবিধা নিয়ে দেশের একটি অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠছে।ইতিমধ্যে চালু হয়েছে নৌকা বিহার, পাখি বিতান এবং একটি বিলাসবহুল হোটেল।গড়ে উঠেছে ফাস্টফুড সহ বিভিন্ন ধরনের দোকানপাট।প্রতিদিন প্রচুর পর্যটক আসতেন ভোরের আলোতে।কিন্তু করোনার আতঙ্কে সেই ভোরের আলো এখন জনশূন্য।চিন্তায় মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। কবে স্বাভাবিক হবে সেই অপেক্ষায় দিন গুনছেন ব্যবসায়ীরা।