গজলডোবা, ২৫ ডিসেম্বরঃ বড়দিনে পর্যটকদের ভিড় গজলডোবায়।পিকনিক করা নিষেধ থাকলেও উপচে ভিড় দেখা গেল পর্যটনকেন্দ্র ভোরের আলোতে।
ছুটির দিনে পরিবার এবং বন্ধুবান্ধবদের নিয়ে ভিড় জমিয়েছিলেন দূর-দূরান্তের মানুষ।বছরের শেষে যেন অন্যরকম আনন্দ।শুধু শিলিগুড়ি বা জলপাইগুড়ি নয়, উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এসেছেন এই পর্যটন কেন্দ্রে।বছরের অন্যান্য সময়ে স্থানীয় দোকানদাররা মুখরোচক খাবার সহ অন্যান্য খাবারের পসরা সাজিয়ে রাখলেও এই পিকনিকের মরশুমে পর্যটকদের জন্য আলাদা মেনুর ব্যবস্থাও করে থাকেন।
ঘুরতে আসা পর্যটকেরা জানান, বড়দিনে গজলডোবায় এসে খুব ভালো লাগছে।গজলডোবার মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য বহু মানুষ এসেছেন।প্রতিবার সুন্দর প্রকৃতির টানে ছুটে আসি।এখানে নৌকা বিহারের ব্যবস্থা রয়েছে।এছাড়া নতুন ঝুলন্ত সেতু দেখতে খুব ভালো লাগছে।