গজলডোবা ৫ ডিসেম্বরঃ সিডনি হারবার ব্রিজের আদলে গজলডোবায় ঝুলন্ত সেতুর কাজ প্রায় শেষ পর্যায়ে।খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে এই সেতু।ভোরের আলোয় পর্যটকদের স্বাগত জানাতে সেতুটি তৈরি করা হয়েছে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেতুটি উদ্বোধন করার কথা রয়েছে।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ভোরের আলোর প্রবেশ পথে পর্যটকদের স্বাগত জানাতে সেজে উঠছে এই ব্রিজ। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের গজলডোবায় তিস্তা নদীর কোলে ‘ভোরের আলো’ মেগা পর্যটন কেন্দ্র সাজানোর কাজ চলছে। যার মধ্যে রয়েছে হোম কটেজ, নৌকা বিহার।সেই সাথে গজলডোবার পর্যটনের কেন্দ্রর মাত্রা আরও বাড়িয়ে তুলতে ঝুলন্ত সেতু তৈরি করার উদ্যোগ নিয়েছিল সরকার। এরই অঙ্গ হিসেবে তৈরি হচ্ছে নান্দনিক ঝুলন্ত সেতু।
বর্তমানে কাজ প্রায় শেষের দিকে। সেতু রং করার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।ভোরের আলোর পাশ দিয়ে বয়ে চলা তিস্তা ক্যানালের দুটি পাড়কে জুড়তে এই সেতু তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই এই ব্রিজকে ঘিরে আগ্রহ বাড়ছে পর্যটকদের।