রাজগঞ্জ,২৪ জুনঃ করোনা নিয়ে সাধারন মানুষকে সচেতন করতে হাসপাতালে হাসপাতালে সচেতনতামূলক গান গেয়ে বেড়াচ্ছেন রাজগঞ্জের লোকশিল্পী বাটুল রায় ও তার সম্প্রদায়।
বুধবার রাজগঞ্জের কুকুরজান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে গিয়ে তিনি স্বাস্থ্যকর্মীদের গান শোনান। রাজবংশী ও বাংলা ভাষায় এরকম বেশকিছু গান লিখে বিনা পারিশ্রমিকে মানুষকে সচেতন করার পাশাপাশি স্বাস্থ্য কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা করছেন।
জানা গিয়েছে, কুকুরজান গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম বানিয়াপাড়ায় বাটুল রায়ের বাড়ি।তিনি একজন লোকশিল্পী। জাতীয়তাবাদি লোকশিল্পী গোষ্ঠীর সদস্য।
বাটুল বাবু বলেন, করোনা সারা দুনিয়া ছেয়ে গেছে। এই রোগ থেকে দূরে থাকতে সচেতনতাই একমাত্র উপায়। তাই নিজেই করোনা নিয়ে কিছু সচেতনতামূলক গান লিখেছি।সেই গান শোনাচ্ছি মানুষকে। তিনি নিজেই দোতারা বাজিয়ে গান করেন। তার সঙ্গে সংগত দেন ঢোল, বাঁশি ও জিপসি বাদকরা।
তিনি আরও বলেন, তিনি ও তার সম্প্রদায়ের সবাই দিনমজুর। তবুও বিনা পারিশ্রমিকে সচেতনতামূলক গান করছেন।এভাবেই এলাকায় মানুষকে সচেতন করার চেষ্টা করছেন।