শিলিগুড়ি, ২ অক্টোবরঃ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় হাওড়া সাউথ পয়েন্ট স্কুলের প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের নিয়ে গান্ধী জয়ন্তী পালন করল রাউন্ড টেবিল ইন্ডিয়া এবং লেডিস সার্কেল ইন্ডিয়া সংস্থা।
জানা গিয়েছে, হাওড়া সাউথ পয়েন্ট স্কুলে শিলিগুড়ি রাউন্ড টেবিল ইন্ডিয়া ২২০ এবং শিলিগুড়ি লেডিস সার্কেল ১৪০ এর তরফে ১০টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।এদিন এই সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা।এদিন স্কুলের বাচ্চাদের নতুন পোশাক, জুতো সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।এই স্কুলে ৪৫ জন রয়েছে।স্বেচ্ছাসেবী সংস্থার তরফে তাদের দেখাশোনা করা হয়।
সেখানকার বাচ্চাদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন কমিশনার গৌরব শর্মা।স্কুলের আধিকারিককে সহযোগিতা করার আশ্বাস দেন।রাউন্ড টেবিল ইন্ডিয়া গত ৪০ বছর ধরে বিভিন্ন সামাজিক কাজ করে আসছে।