বাগডোগরা, ২ অক্টোম্বরঃ গোটা দেশের পাশাপাশি বাগডোগরায় গান্ধী জয়ন্তী পালন করা হল।
বাগডোগরা অঞ্চল কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস কার্যালয়ের সামনে জাতির জনক মহত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।উপস্থিত ছিলেন নকশালবাড়ি ব্লক কংগ্রেস সভাপতি অমিতাভ সরকার, মহম্মদ ইমরান, লক্ষ্মী সিনহা সহ অন্যান্যরা।
এদিন অমিতাভ সরকার জানান, বাপুজি তার নীতি ও আদর্শ দেশের স্বাধীনতার কাজে লাগিয়েছিলেন।তাঁর নীতি ও আদর্শ শুধু দেশ নয় গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে।