শিলিগুড়ি,৩০ নভেম্বরঃ শিলিগুড়িতে কাছারি রোডে প্রধান ডাকঘরের সামনে গান্ধী মূর্তির উদ্বোধন হল আজ।৯ ফুট উচ্চতা সম্পন্ন এই মূর্তিটি তৈরিতে ব্যয় হয়েছে ৬ লক্ষ ৪২ হাজার ১৭৫ টাকা।এদিন মূর্তিটির উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার,শিলিগুড়ির বিধায়ক তথা পুরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য,জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার সহ বিভিন্ন ওয়ার্ডের কো-অর্ডিনেটররা।এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রীকে ধন্যবাদ জানান বিধায়ক অশোক ভট্টাচার্য।
অন্যদিকে ফিরহাদ হাকিম মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এই উদ্যোগের প্রশংসা করেন এবং শিলিগুড়িতে আরও বড় আকারে কোনও জায়গায় যাতে গান্ধী মূর্তি তৈরি করা যায় সে ব্যাপারে অশোক ভট্টাচার্যের কাছে তিনি আবেদন করেন।পাশাপাশি জানান,যদি মূর্তি তৈরি করার জন্য জায়গার প্রয়োজন হয় তবে সেই জায়গা এসজেডিএ অথবা অন্য কোনও দপ্তর প্রদান করবে।
প্রসঙ্গত,এই গান্ধী মূর্তি কোথায় স্থাপন করা হবে সেই জায়গা নিয়ে যথেষ্ট জল্পনাও তৈরি হয়েছিল।পরবর্তীতে পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর উদ্যোগে কাছারি রোডে প্রধান ডাকঘরের সামনে জায়গা চূড়ান্ত করে সেখানে গান্ধী মূর্তি তৈরি করা হয় এবং আজ তার উদ্বোধন করা হল।