শিলিগুড়ি, ৭ সেপ্টেম্বরঃ আজ গণেশ চতুর্থী।পুজোর আনন্দে মেতে উঠেছেন শহরবাসী।গণেশ পুজোয় বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে পুজোমণ্ডপ তৈরি করে নজর কাড়লো ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার মধ্য শান্তিনগর গণেশ পুজো কমিটি।
জানা গিয়েছে, এবছর তাদের গণেশ পুজো ৭তম বর্ষে পদার্পণ করলো।শুক্রবার গণেশ পুজোর উদ্বোধন করেন রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের স্বামীজি রাঘবানন্দ মহারাজ ও ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি।গতকাল উদ্বোধনের পর থেকে পুজো মণ্ডপে ভিড় করছেন মানুষেরা।
পুজোর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে।