শিলিগুড়ি,৩১ আগস্টঃ গণেশ পুজোর মধ্য দিয়ে প্লাস্টিক মুক্ত শহর গড়ার আবেদন জলপাইমোড় গণেশ পূজা কমিটির।
বুধবার শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার এই পুজো মণ্ডপের উদ্বোধন করেন।পাশাপাশি এদিন উদ্যোক্তাদের তরফে দুঃস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।
পুজা কমিটির সম্পাদক টুকাই পাশোয়ান জানান,তারা সারা বছর মানুষের সেবায় নিযুক্ত থাকেন।গণেশ পূজার কদিন বিভিন্ন সেবা মুলক কাজ করা হবে পুজা কমিটির পক্ষ থেকে।পাশাপাশি সাধারণ মানুষকে প্লাস্টিক মুক্ত শহর গড়ার আবেদন জানান তিনি।