শিলিগুড়ি,১৩ সেপ্টেম্বরঃ গণেশ পূজা উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল বিধান মার্কেট গণেশ পূজা ওয়েলফেয়ার সোসাইটি।করোনা আবহে বিগত দুবছর ধরে অনাড়ম্বরভাবেই পুজো হলেও পূজা কমিটির তরফে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সোমবার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।কমিটির দাবি এবছর ১০০ ইউনিটের বেশি রক্ত সংগ্রহ করা হবে৷যা রক্ত সংকট মেটাতে অনেকটা সহযোগিতা করবে।এদিন বাজার কমিটির সদস্যরাও রক্তদান করেন।