শিলিগুড়ি, ২৪ আগস্টঃ আর মাত্র কয়েকদিন, তারপরেই গনেশপুজো। এবছর শিলিগুড়িতে তৈরি হচ্ছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় গনেশের মূর্তি। এবছর ৩০ ফুট উঁচু গনেশের মূর্তি তৈরি করে শহরবাসীকে তাক লাগাতে চলেছে প্রধাননগর গণেশ পুজো কমিটি।
মহারাষ্ট্রের মত শিলিগুড়িতেও এবছর জাঁকজমকের সাথে পালিত হতে চলেছে গণেশ পুজো। এই বিষয়ে এদিন প্রধাননগর গণেশ পুজো কমিটির সদস্যরা জানান, এবছর তাদের পুজো চতূর্থ বর্ষে পদার্পণ করবে, সেইসঙ্গে মন্ডপে থাকবে ৩০ ফুট উঁচু গণেশের মূর্তি।
এবছর গণেশ পুজোর মাধ্যমে পরিবেশ বাঁচানোর বার্তার পাশাপাশি বৃক্ষরোপণ নিয়েও মানুষকে সচেতন করা হবে। এখন পুজোর প্রস্তুতি চলছে জোরকদমে।