শিলিগুড়ি, ১৬ সেপ্টেম্বরঃ পুজোর আগে সেজে উঠবে শহর, পুরনিগমের উদ্যোগে কলকাতার গঙ্গা আরতির মত শিলিগুড়িতে মহানন্দায় হবে আরতি।মূলত মহানন্দা নদীকে দূষনের হাত থেকে রক্ষা করতে এই উদ্যোগ বলে জানালেন মেয়র গৌতম দেব।
শনিবার শিলিগুড়ির সমস্ত পূজো উদ্যোক্তা ও বিভিন্ন বিভাগের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে শিলিগুড়ি পুরনিগম।পুজো নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
বৈঠক শেষে এদিন মেয়র জানান,পুজার আগে শহরকে সাজিয়ে তোলা হবে।ট্রাফিক নিয়েও একাধিক পরিকল্পনা গ্রহন করা হয়েছে।মোহনবাগান অ্যাভিনিউকে আলোয় সাজিয়ে তোলা হবে।যার উদ্বোধন হবে ২৯শে সেপ্টেম্বর।পাশাপাশি মহানন্দা নদীকে দূষণ মুক্ত করতে পুরনিগমের পক্ষ থেকে সন্ধ্যা আরতির উদ্যোগ গ্রহন করা হয়েছে।