রাজগঞ্জ, ১৬ এপ্রিলঃ আমবাড়ির করতোয়া নদীতে আয়োজিত হল ঐতিহ্যবাহী অষ্টমীর গঙ্গা স্নান।তবে লোকসভা নির্বাচনের জন্য এবছর বন্ধ থাকছে মেলা।
আমবাড়ির গঙ্গা সংঘ ক্লাবের পরিচালনায় এবছর ৫৬ তম বছরে পদার্পণ করলো এই গঙ্গা স্নান। প্রতিবছরই অষ্টমীর স্নান উপলক্ষে সাতদিন ব্যাপী মেলা বসে থাকে তবে এবছর লোকসভা নির্বাচনের জন্য শুধুমাত্র অষ্টমীর স্নানের আয়োজন করা হচ্ছে। সকাল থেকেই আমবাড়ি, রাজগঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে পুণ্যার্থীরা আসছেন গঙ্গা স্নানে।
এই বিষয়ে পূজো কমিটির উদ্যোক্তা বাবলু রায় জানান, প্রতিবছর ঐতিহ্যবাহী অষ্টমীর স্নান ও মেলায় প্রায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। ভক্তরা করতোয়া নদীতে অষ্টমীর স্নানের পাশাপাশি গঙ্গাপুজো দেন। এবছর মেলার আয়োজন নেই। প্রশাসনিক দিক থেকে সমস্ত রকমের সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে।
অন্যদিকে গঙ্গা স্নানে আসা এক পুণ্যার্থী বলেন, অনেক বছর থেকে তিনি অষ্টমীর স্নানে আসছেন এবছরও সপরিবারে এসেছেন। ভক্তি-শ্রদ্ধা ভরে স্নান করলে মনস্কামনা পূর্ণ হয় এই বিশ্বাস নিয়েই তিনি প্রতি বছর আসেন। তবে রাস্তা খারাপ থাকায় প্রতিবারের তুলনায় এবছর ভক্তদের সমাগম কিছু কম রয়েছে।