শিলিগুড়ি, ৬ মেঃ স্বামী মানসিক ভারসাম্যহীন।তাই সংসার চালাতে মাদক পাচার করছিলেন মহিলা।এবারেও মাথাভাঙ্গা থেকে শিলিগুড়িতে মাদক পাচারের জন্য ৩ হাজার টাকা পাওয়ার কথা ছিল।তবে পাচারের আগে ধরা পড়লো মহিলা।ধৃত মহিলার নাম মাধবী দাস।মাথাভাঙ্গার সিতাইয়ের বাসিন্দা।
জানা গিয়েছে, এদিন মাধবী দাস মাথাভাঙ্গা থেকে শিলিগুড়িতে এসে পৌঁছায়।গাঁজা ডেলিভারি দিতে মাটিগাড়া থানার অন্তর্গত পরিমল নগর এলাকায় ঘোরাফেরা করছিল সে।এই খবর পেয়েই মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে প্রথমে সন্দেহের ভিত্তিতে মহিলাকে আটক করে।তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে উদ্ধার হয় গাঁজার প্যাকেট।এরপরই গ্রেফতার করা হয় মহিলাকে।
পুলিশ সূত্রে খবর, মহিলার কাছ থেকে ১০ কিলো গাঁজা উদ্ধার হয়েছে।উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা।পরিবারের আর্থিক পরিস্থিতি খারাপ থাকার কারণে কিছু টাকার লোভে মাদক পাচার করছিলেন মহিলা।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
