শিলিগুড়ি, ১৫ অক্টোম্বরঃ ১২ কিলো গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ।ধৃতের নাম দীপঙ্কর সরকার।কোচবিহারের বাসিন্দা।
জানা গিয়েছে, শুক্রবার রাতে দুটি ব্যাগে করে গাঁজা নিয়ে কোচবিহার থেকে শিলিগুড়িতে পৌঁছায় দীপঙ্কর সরকার।গাঁজা পাচারের উদ্দেশ্যে শিলিগুড়ির পিসি মিত্তল বাস স্ট্যান্ডে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করছিল সে।এই খবর পেতেই ভক্তিনগর থানার পুলিশ অভিযান চালিয়ে ব্যক্তিকে আটক করে তল্লাশি নেয়।তল্লাশি চালাতেই তার ব্যাগ থেকে উদ্ধার হয় ১২ কিলো গাঁজা।
উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য লক্ষাধিক টাকা।এরপর ডেপুটি ম্যাজিস্ট্রেট সূরজ ঠাকুরি এর উপস্থিতিতে দীপঙ্কর সরকারকে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে গ্রেফতার করা হয়।
ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।