ফুলবাড়ি, ১৪ জানুয়ারিঃ আগামীকাল ‘ভুমিপুত্র স্বীকৃতির’ দাবীতে জলপাইগুড়ি জেলাশাসকের কাছে গনডেপুটেশন দেবে পশ্চিমবঙ্গ নস্যশেখ উন্নয়ন পরিষদ।
মঙ্গলবার ফুলবাড়িতে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন পশ্চিমবঙ্গ নস্যশেখ উন্নয়ন পরিষদের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্যরা।
এই বিষয়ে সংগঠনের সদস্য মহম্মদ সাহেনশা ফিরদৌস আলম বলেন, আগামীকাল অর্থ্যাৎ ১৫ জানুয়ারি জলপাইগুড়ি জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে ভুমিপুত্র স্বীকৃতির দাবী সহ অন্যান্য দাবি জানাতে এই গনডেপুটেশন। এই গনডেপুটেশনে জলপাইগুড়ি জেলার সমস্ত মানুষকে সামিল হওয়ার আবেদন করেন তিনি।