শিলিগুড়ি, ১ মার্চঃ উন্নয়নে ব্যর্থ শিলিগুড়ি মহকুমা পরিষদ।এই অভিযোগ তুলে বুধবার নকশালবাড়িতে গনস্বাক্ষর কর্মসূচি শুরু করল দার্জিলিং জেলা সিপিআইএম। শিলিগুড়ি মহকুমা পরিষদ ঘেরাও এর হুঁশিয়ারি দেন সিপিআইএম নেতৃত্বরা।
জানা গিয়েছে, এদিন সিপিআইএম এর নকশালবাড়ির দলীয় কার্যালয় থেকে শুরু করে গোটা নকশালবাড়ি জুড়ে গনস্বাক্ষর সংগৃহীত করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক সমন পাঠক, সিটু জেলা সভাপতি গৌতম ঘোষ, নকশালবাড়ি এরিয়া কমিটির সম্পাদক বিকাশ চক্রবর্তী সহ অন্যান্যরা।
এদিন সমন পাঠক জানান, মহকুমা জুড়ে জমি মাফিয়া ও বালির কারবার চলছে।এলাকায় এলাকায় পরিশ্রুত পানীয় জল পাচ্ছে না গ্রামের বাসিন্দারা।সব মিলিয়ে মোট ১২ দফা দাবি জানিয়ে গনস্বাক্ষর কর্মসূচি শুরু করা হল।এক লক্ষ মানুষের গণস্বাক্ষর নিয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদ ঘেরাও করা হবে বলে জানান তিনি।
আগামী ১৫ মার্চ পর্যন্ত এই কর্মসূচি চলবে।এদিন মহকুমা পরিষদের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সিটু জেলা সভাপতি গৌতম ঘোষ।