জলপাইগুড়ি, ২৩ আগস্টঃ টোল প্লাজায় গাড়ি আটকে টাকা তোলার অভিযোগে গ্রেফতার এক তৃণমুল নেতার ছেলে।বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফাটাপুকুর সংলগ্ন টোল প্লাজায়।
ধৃতের নাম রাহুল আলি।রাজগঞ্জ ব্লকের তৃণমূলের শ্রমিক সংগঠন(INTTUC)এর ব্লক সভাপতি সলেমান মহম্মদের ছেলে ধৃত রাহুল আলী।আজ ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়।যদিও তৃণমূল নেতার দাবি তার ছেলে তোলাবাজিতে যুক্ত নেই।
জানা গিয়েছে, গতকাল গভীর রাতে জাতীয় সড়কে ফাটাপুকুর টোল গেটের পাশে একটি শূকর বোঝাই ট্রাক আটকে তোলা বা টাকা চায় এই রাহুল আলি এমনটাই অভিযোগ।শূকরের গাড়ির চালক জানিয়েছেন তার সমস্ত কাগজ বৈধ রয়েছে সে কোনো তোলা বা টাকা দেবেন না৷এরপর খবর যায় রাজগঞ্জ থানায়। পুলিশ পৌঁছে ঘটনাস্থল থেকে রাহুল আলীকে গ্রেফতার করে৷আজ তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়।
যদিও তৃণমূল নেতা সলেমান মহম্মদের দাবি, আমার ছেলে ওই টোল প্লাজার কর্মচারী।টোল প্লাজার ম্যানেজমেন্টের নির্দেশেই শূকর বোঝাই ট্রাকটি দাঁড় করিয়েছিল।ট্রাক দাঁড় করানোর খবর পেয়ে পুলিশ এসে ছেলেকে তুলে নিয়ে যায়।আমার ছেলে কোনো তোলাবাজিতে যুক্ত নেই বলে জানান তিনি।