শিলিগুড়ি, ১৯ এপ্রিলঃ গাড়ি বিক্রির নামে প্রতারণার অভিযোগে কলকাতা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ।ধৃতের নাম হীরক সিংহ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের ৩০ জুলাই শালবাড়ির বাসিন্দা এক ব্যক্তি অভিযোগ করেন যে হীরক সিংহ নামে এক ব্যক্তি গাড়ি বিক্রির নামে প্রতারণা করে।প্রায় ২ লক্ষ ৬০ হাজার টাকার প্রতারণার শিকার হন তিনি।এই অভিযোগ পেয়েই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।তদন্তে নেমে পুলিশ জানতে পারে প্রতারক ব্যক্তি ভুল পরিচয় দিয়ে এই ঘটনা ঘটিয়েছে।
এরপর তদন্তে নেমে প্রায় ১ মাসের মধ্যে গাড়িটিকে শিলিগুড়ি থেকে উদ্ধার করে পুলিশ।শুরু হয় অভিযুক্তের খোঁজ।গত ৯ মাস ধরে অভিযান চালিয়ে অবশেষে মোবাইলের সূত্র ধরে কলকাতায় অভিযুক্তের খোঁজ পায় পুলিশ।এরপর প্রধাননগর থানার একটি দল কলকাতায় পৌঁছায়।কলকাতার দক্ষিণ ২৪ পরগণার নরেন্দ্রপুর থানার সহযোগিতায় ধৃতকে গ্রেফতার করা হয়।গত ১৬ এপ্রিল ধৃতকে আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নিয়ে সোমবার রাতে শিলিগুড়িতে পৌঁছায় পুলিশ।
আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
