শিলিগুড়ি, ২৩ ডিসেম্বরঃ মালবাহী গাড়ির চালককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গ্রেফতার করলো শিলিগুড়ি থানার পুলিশ।ধৃতদের নাম কিশোর বর্মন ও বিশ্বজিৎ দত্ত।কিশোর ৩৪ নম্বর ওয়ার্ডের শহিদ কলোনী এবং বিশ্বজিৎ ৩৫ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনীর বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ ভোরে থানা অন্তর্গত দেশবন্ধু পাড়া এলাকায় একটি ইটের গাড়ি ভাঙচুর ও ছিনতাইয়ের ঘটনার খবর আসে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে গ্রেফতার করে।
আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।