শিলিগুড়ি, ২০ নভেম্বরঃ একাধিক নম্বর প্লেট বদল করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল গাড়ি।গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ।ধৃতদের নাম যোগেন্দ্র কুমার, এবং ভূপেন্দ্র কুমার।দুজন উত্তরপ্রদেশের বাসিন্দা।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশে একটি গাড়ি চুরি করে যোগেন্দ্র ও ভূপেন্দ্র।এরপর গাড়িটিকে অসমে পাচারের উদ্দেশ্যে শিলিগুড়িতে এসে পৌছায় তারা।উত্তরপ্রদেশ থেকে শিলিগুড়ি পৌছাতে একাধিকবার গাড়ির নম্বর প্লেট বদল করেছিল তারা।এছাড়াও পুলিশের নজর এড়াতে গাড়িটিতে ব্যবহার করা হয়েছিল ডাক্তারের ব্যবহৃত সাংকেতিক চিহ্ন।
শুক্রবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে এই খবর পেয়ে ফুলবাড়ি থেকে গাড়ি সহ দুজনকে গ্রেফতার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।