শিলিগুড়ি, ২৫ ডিসেম্বরঃ পুরনিগমের কাজে ব্যবহৃত গাড়ির রক্ষণাবেক্ষণের জন্য তৈরি করা হল টিনের সেড।
জানা গিয়েছে, রোদ ও জলে প্রায় ১০০টি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।সেই গাড়ি গুলির রক্ষণাবেক্ষণের জন্য উদ্যোগী হয় শিলিগুড়ি পুরনিগমের বর্তমান পুর প্রশাসক মন্ডলী।শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ডে প্রায় ৬৯ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয় বিশালাকার গাড়ি রাখার টিনের সেড।আপাতত ৪০টি গাড়ি এখানে রাখা হবে।পরবর্তীতে আরও গাড়ি রাখার ব্যবস্থা করা হবে।শনিবার গাড়ি রাখার সেডের উদ্বোধন করেন প্রশাসক গৌতম দেব।উপস্থিত ছিলেন প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার।
এদিন গৌতম দেব জানান, গাড়ি রাখার জায়গা না থাকায় জল রোদে বহু গাড়ি নষ্ট হয়ে গিয়েছে।কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে।এই ক্ষতির যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।