ফাঁসিদেওয়া, ৬ ফেব্রুয়ারিঃ জাতীয় সড়ক পার হতে গিয়ে চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু পথ চলতি এক ব্যক্তির, আহত আর ৪ জন।ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ চেকপোস্টের সামনে।
জানা গিয়েছে, চার চাকা গাড়িটি ইসলামপুর থেকে শিলিগুড়ির দিকে আসছিল।সেইসময় মুরালিগঞ্জ চেকপোস্টের সামনে এক ব্যক্তি জাতীয় সড়ক পার হওয়ার সময় গাড়িটিকে তাকে ধাক্কা মারে।ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্যক্তির। পরবর্তীতে নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকা গাড়িটি জাতীয় সড়কের পাশে নয়ানজুলিতে পড়ে যায়।
ঘটনার খবর দেওয়া হয় বিধাননগর থানার পুলিশকে।চারচাকা গাড়িতে থাকা পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।অপরদিকে গাড়িচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম জানা যায় আশুতোষ মন্ডল(৫৮)।মুরালিগঞ্জ চেকপোস্ট এলাকার বাসিন্দা।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর থানার পুলিশ।