আলিপুরদুয়ার, ৬ ডিসেম্বরঃ আলিপুরদুয়ারের শামুকতলা থানার অন্তর্গত সলসলাবাড়ি এলাকায় জাতীয় সড়কে ট্রেলারের ধাক্কায় মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের।মৃতের নাম বিশ্বজিৎ গোস্বামী।মাঝেরডাবরি এলাকার বাসিন্দা ছিলেন তিনি।
জানা গিয়েছে, শুক্রবার সকালে সলসলাবাড়ি এলাকায় জাতীয় সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করছিলেন সিভিক ভলান্টিয়ার বিশ্বজিৎ গোস্বামী।সেইসময় অসম থেকে শিলিগুড়িগামী একটি ১৬ চাকার ট্রেলার পেছন থেকে বিশ্বজিৎকে ধাক্কা মারে।ঘটনায় গুরুতর জখম হন তিনি।স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়।
সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।খবর পেয়ে শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রেলারের চালক ও সহ চালককে আটক করে।ঘাতক গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে।
দুর্ঘটনার জেরে প্রায় আধঘন্টা বন্ধ থাকে যান চলাচল।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।