ফুলবাড়ি, ৩ জানুয়ারিঃ চারচাকা গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার হল ৪৩ কেজি গাঁজা, ঘটনায় গ্রেফতার ৪।
জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় ফুলবাড়ি গজলডোবা ক্যানেল রাস্তার পুটিমারি এলাকায় একটি ছোট চারচাকা গাড়ির গোপন চেম্বার থেকে গাঁজা উদ্ধার করে পুলিশ।ঘটনায় দেবাশীষ সরকার, পবিত্র বর্মন,নির্মল দাস,ও নীলকমল সরকারকে গ্রেফতার করা হয়।ধৃতরা কোচবিহার জেলার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় ফুলবাড়ি গজলডোবা তিস্তা ক্যানেল রাস্তার পুটিমারি এলাকায় একটি গাড়ি আটক করে তল্লাশি চালায় পুলিশ।তল্লাশি চালাতেই গাড়ির গোপন চেম্বার থেকে প্রায় ৪৩ কেজি গাঁজা উদ্ধার হয়।
উদ্ধার হওয়া গাঁজার অনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা।জানা গিয়েছে, কোচবিহার থেকে নদিয়ায় গাঁজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল পাচারকারিরা।পাচারে ব্যবহার করা গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ।ধৃতদের আজ জলপাইগুড়ির আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।