শিলিগুড়ি মাটিগাড়ায় গাড়ির শোরুমে ডাকাতির ঘটনায় গ্রেফতার ‘পাদরি গ্যাং’

শিলিগুড়ি, ১২ জুলাইঃ শিলিগুড়ি মাটিগাড়ায় গাড়ির শোরুমে ডাকাতির ঘটনায় গ্রেফতার হল ‘পাদরি গ্যাং’।মধ্যপ্রদেশ থেকে পাদরি গ্যাংয়ের দুজনকে ধরেছে শিলিগুড়ি মেট্রপলিটন পুলিশ।মূলত এই পাদরি গ্যাং দেশের বিভিন্ন রাজ্যে চুরি, ডাকাতি করে থাকে।


গত ৩০ জুন মাটিগাড়ায় একটি গাড়ির শোরুমে ডাকাতির ঘটনা ঘটে। প্রায় ২৪ লক্ষ টাকা লুট করা হয়। এরপরই তদন্তে নেমে পুলিশ মধ্যপ্রদেশ থেকে দুইজনকে ধরে। ধৃতদের নাম রোহিত চৌহান ও রাজা যোগী।দুজনই মধ্যপ্রদেশের বাসিন্দা।

জানা গিয়েছে, ডাকাতির ঘটনার বেশ কয়েকদিন আগে দলটি শিলিগুড়িতে আসে।এই গ্যাং এর সদস্যরা এনজেপির একটি হোটেলে থাকে।সেখানেই গোটা ডাকাতির পরিকল্পনা করা হয়।১৫ দিন ধরে প্রস্তুতি নিয়েছিল তাঁরা।৩০ জুন গাড়ির শোরুমে ডাকাতির ঘটনা ঘটায়।শোরুমের নিরাপত্তা রক্ষীদের বেঁধে রেখে লকার নিয়ে চম্পট দেয় ডাকাত দল।লকারে প্রায় ২৪ লক্ষ টাকা ছিল।তদন্তে নেমে জলপাইগুড়ি এবং কোচবিহার পুলিশের সাহায্য নেয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।


গাড়ির শোরুম সংলগ্ন বিভিন্ন দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়।ফুটেজ খতিয়ে দেখে মেলে কিছু তথ্য। বুধবার এডিসিপি শুভেন্দ্র কুমার বলেন, ডাকাতির ঘটনায় ১০ জন যুক্ত রয়েছে। ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতিতে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişcasino siteleriDeneme BonuslarOnwinbahsegel girişholiganbetholiganbet girişonwinpusulabet girişgrandpasha girişbets10casibom girişistanbul escortextrabetescort beylikdüzücasibomistanbul escort