রাজগঞ্জ, ২০ নভেম্বরঃ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা টোটোর, আহত এক স্কুল পড়ুয়া। রাজগঞ্জ বেলাকোবা-আমবাড়ি রাজ্য সড়কের স্টেশন মোড়ের ঘটনা।
জানা গিয়েছে, একটি টোটো দুজন স্কুল পড়ুয়াকে নিয়ে আমবাড়িতে আসছিল। সেই সময় আমবাড়ি স্টেশন মোড়ে এলাকায় এসে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সিটি অটোতে ধাক্কা মারে টোটোটি।
ঘটনায় দুজনের মধ্যে এক পড়ুয়া মাথায় চোট পায়।ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি সেই পড়ুয়াকে উদ্ধার করে নিকটবর্তী স্বাথ্য কেন্দ্রে পাঠায়।
