রাজগঞ্জ,২০ আগস্টঃ গুজব ৭ কোটি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে দুই যুবক।অবশেষে স্থানীয়দের সহযোগিতায় বিহার নম্বরের একটি গাড়ি আটক করে টাকা উদ্ধার করল রাজগঞ্জ থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল ১০টা নাগাদ বিহার নম্বরের একটি চার চাকার ছোট যাত্রীবাহী গাড়ি রাজগঞ্জ সীমান্তের রাস্তা দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় মহানপাড়া গ্রামের মধ্যে ঢুকে পড়ে।কিন্তু পালানোর রাস্তা না পেয়ে ফের সীমান্তের পাকা রাস্তা দিয়ে দ্রুত গতিতে চলে যায়।গাড়িতে চালক সহ দুজন ছিল।কিছুক্ষণের মধ্যে ওই রাস্তা দিয়ে আরো একটি বিহার নম্বরের গাড়ি আসে।সেই গাড়িতে পাঁচজন ছিলেন।তারা স্থানীয়দের জানায় আগের গাড়িটি ৭ কোটি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে।এরপর স্থানীয়রা চাউলহাটি এলাকায় দুটি গাড়িকেই আটক করে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ।দুটি গাড়িতে থাকা মোট ৭জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।তারা হল রাহুল কুমার,শুভেশ্বর প্রতাপ শাহী,চমন রাজ, সঞ্জীব কুমার, বিশাল কুমার, গৌতম কুমার ও সাইল সুমন।প্রত্যেকেই বিহারের বাসিন্দা।
ধৃতদের মধ্যে দ্বিতীয় গাড়ির আরোহী সঞ্জীব কুমার বলেন, প্রথম গাড়িতে যারা ছিল তাদের মধ্যে একজনের নাম রাহুল ও শুভেশ্বর।রাহুল সেনাবাহিনীতে চাকরি করতেন।ওই দুজন একটি ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি চালায়।তারা অন্যের নামে কিস্তিতে গাড়ি কিনে গাড়ির কিস্তি চালানোর পাশাপাশি মালিককে প্রতিমাসে ভাড়া দেওয়ার কথা বলে গাড়িটি নেয়।কিন্তু পরে আর কিস্তি ও ভাড়া কোনটিই তারা পরিশোধ করে না।শতাধিক লোকের সঙ্গে এরকম করে প্রায় ৭ কোটি টাকা প্রতারণা করেছে ওই দুই অভিযুক্ত।
রাজগঞ্জ থানার আইসি পংকজ সরকার জানান,৭ কোটি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে বলে খবর পেয়ে বিহার নম্বরে দুটি গাড়ি আটক করা হয়।তবে গাড়ি থেকে ১ লক্ষ ২২ হাজার টাকা উদ্ধার হয়েছে।গাড়িতে থাকা ৭জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।প্রত্যেককে বিহার পুলিশের হাতে তুলে দেওয়া হবে।