প্রচন্ড গরমে সমস্যায় স্কুল পড়ুয়ারা, গ্রীষ্মকালীন ছুটি বাড়ানোর দাবীতে স্মারকলিপি বঙ্গীয় হিন্দু মহামঞ্চের

শিলিগুড়ি, ১১ জুনঃ উত্তরবঙ্গজুড়ে চলছে তীব্র দাবদাহ।প্রখর রোদে নাজেহাল শিশু থেকে বয়স্ক সকলেই।এরই মধ্যে শেষ হয়েছে স্কুলগুলির গ্রীষ্মকালীন ছুটি।গরমের জেরে সমস্যায় পড়ছে স্কুল পড়ুয়ারা।এই পরিস্থিতিতে ছুটির সময়সীমা বাড়ানোর দাবীতে শিলিগুড়ি ডিআই অফিসে গিয়ে স্মারকলিপি প্রদান করলো বঙ্গীয় হিন্দু মহামঞ্চ।


উত্তরবঙ্গের সমস্ত স্কুলে গ্রীষ্মকালীন ছুটির সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়েছে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবছর যেভাবে গরম বাড়ছে, তাতে নির্ধারিত সময় অনুযায়ী স্কুল খোলা রাখলে পড়ুয়াদের অসুবিধা বাড়বে।তাই পরিস্থিতির কথা মাথায় রেখে অতিরিক্ত কয়েকদিন ছুটি বাড়ানো প্রয়োজন।

প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে তাপপ্রবাহে পড়ুয়াদের স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব পড়তে পারে বলে জানান সংগঠনের সদস্যরা।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *