রাজগঞ্জ, ২৭ জুনঃ গরমের ছুটি কাটিয়ে দেড় মাস পর খুলল স্কুল, খুশি ছাত্র-ছাত্রীরা।
করোনার জন্য দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকার পর মাস কয়েক আগেই খুলেছিল স্কুলের দরজা। কিছুদিন ক্লাস হওয়ার পর গরমের ছুটি পড়ে যাওয়ায় আবারও পড়ুয়াদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়।প্রথমে একটানা ৪৫ দিনের ছুটি দেওয়া হয়েছিল।পরবর্তীতে আরও ১১দিন ছুটি বাড়িয়ে দেওয়া হয়।অবশেষে আজ স্কুল খোলায় খুশি রাজগঞ্জ ব্লকের হরিহর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকারা।
এই বিষয়ে ছাত্রছাত্রীরা জানান, দীর্ঘদিন পর আবার স্কুলে এসে ভালো লাগছে। অনেকদিন বাদে আবার শিক্ষক শিক্ষিকা বন্ধু-বান্ধবদের সঙ্গে দেখা হচ্ছে। স্কুল বন্ধ থাকলেও আমাদের অনলাইনে ক্লাস চলছিল। তবে অনলাইনের তুলনায় ক্লাসে এসে পড়াশোনা করতে অনেক ভালো লাগে।
হরিহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজিৎ পাল জানান, গ্রীষ্মকালীন ছুটির পর আজ স্কুল শুরু হল। স্কুল বন্ধ থাকলেও আমাদের বিদ্যালয়ের অফিস খোলা ছিল।অনলাইনে ক্লাস চলছিল।ছাত্র-ছাত্রীদের স্কুলে দেখতে পেয়ে খুব ভালো লাগছে।