শিলিগুড়ি, ১৯ জানুয়ারিঃ শিলিগুড়িতে বিভিন্ন রাস্তায় দাঁড়িয়ে থাকে গরু।এরফলে নাজেহাল হতে হয় পথচারী থেকে গাড়ি চালকদের।এই কারণে গত ১৩ জানুয়ারি থেকে শিলিগুড়ি ট্রাফিক পুলিশের তরফে শুরু করা হয় নতুন কর্মসূচি।
এই সমস্যা মেটাতে ‘সতর্কতার কাগজ’ গরুর গলায় ঝোলানো হয়।পুলিশের উদ্দেশ্য ছিল গরুগুলি যখন বাড়ি ফিরে যাবে তখন সেই কাগজ দেখে সতর্ক হবেন মালিকেরা।
আজ শিলিগুড়ি জলপাইমোড় ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়।এদিন মাইকে প্রচার চালান ট্রাফিক গার্ডের কর্মীরা।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি ট্রাফিক পুলিশের এসিপি ইস্ট দেবাশীষ দাস।