চালসা, ২৯ মেঃ করোনার জেরে কার্যত লকডাউনে মুখ থুবড়ে পড়েছে পর্যটন ব্যাবসা।রিসোর্ট খোলা থাকলেও গাড়ি বন্ধের হওয়ার ফলে পর্যটক আসছে না।ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন রিসোর্ট ব্যবসায়ীরা।
ক্ষতি হলেও করোনা পরিস্থিতিতে এবারে মানুষের সেবায় এগিয়ে আসলেন রিসোর্ট মালিকেরা।শনিবার চালসায় রিসোর্ট মালিকদের সংগঠন গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে অ্যাম্বুলেন্স চালক সহ ৪টি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে পিপিই কিট সহ মাস্ক,সানিটাইজার, খাদ্যসামগ্রী ও শংসাপত্র তুলে দেওয়া হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পদ্মশ্রী করিমূল হক।এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তজমল হক, সম্পাদক দেবকমল মিশ্র, কোষাধ্যক্ষ জীবন ভৌমিক,শেখ জিয়াউর রহমান, পরিমল রাউথ,সমীরণ ভট্টাচার্য সহ অন্যান্যরা।পদ্মশ্রী করিমুল হক সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানান।