শ্রমিক-মালিক অসন্তোষের জেরে বন্ধ হলদিয়া গ্যাস সিলিন্ডার তৈরির কারখানা, প্রশাসনের দ্বারস্থ শ্রমিকরা  

শিলিগুড়ি, ১৪ ডিসেম্বরঃ শ্রমিক-মালিক অসন্তোষের জেরে বন্ধ ফুলবাড়ি  ১ নম্বর অঞ্চলের অন্তর্গত হলদিয়া গ্যাস সিলিন্ডার তৈরির কারখানা।এরফলে কর্মহীন হয়ে পড়েছে ১৫৮ জন শ্রমিক।


জানা গিয়েছে, কোনো আলোচনা ছাড়াই নোটিস জারি করে কারখানা বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ।ফলে চরম বিপাকে কারখানার শ্রমিক ও তার পরিবার।শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বারবার আলোচনার আর্জি জানালেও কারখানা কর্তৃপক্ষ কোনোভাবে তাদের অনুরোধ শুনছে না বলে অভিযোগ শ্রমিক সংগঠনের।এরপরই প্রশাসনের দ্বারস্থ হন তারা।

এদিন তৃণমুল কংগ্রেস অনুমোদিত শ্রমিক সংগঠনের তরফে এনজেপি থানায় স্মারকলিপি প্রদান করা হয়।সংগঠনের সভাপতি ইয়ানুর হক মুনসি জানান,যদি তাদের দাবির প্রতি সহানুভুতি দেখিয়ে দ্রুত কারখানা না খোলা হয় তাহলে মুখ্যমন্ত্রীর  হস্তক্ষেপ দাবি করে উত্তরকন্যার সামনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomcasibomOnwincasibom giriş