শিলিগুড়ি, ২৬ এপ্রিলঃ শিলিগুড়ি পুরনিগমের ৪৭ নম্বর ওয়ার্ডের গেট বাজার সংলগ্ন এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় ভস্মীভূত ৮টি দোকান।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, সোমবার ভোরে গেটবাজার এলাকায় একটি দোকানে আগুন লাগে।এরপর সেই আগুন মূহুর্তের মধ্যে পাশের দোকানগুলিতেও ছড়িয়ে পড়ে।প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর কাজ শুরু করেন।এরপর দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে।কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় ব্যবসায়ী পঙ্কজ কামতি জানান, আজ ভোরে আগুন লাগার খবর পাই।এই অগ্নিকান্ডের ঘটনায় ৮টি দোকান ভস্মীভূত হয়েছে।তবে দোকানে ইচ্ছাকৃতভাবেই আগুন লাগানো হয়েছে এমনটাই অভিযোগ তোলেন তিনি।গত দু-তিনদিন আগে ৪৭ নম্বর ওয়ার্ডেই ৩টি দোকান এবং একটি গুদাম আগুনে ভস্মীভূত হয়।এরপর আজ গেটবাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।অভিযোগ, রাতের অন্ধকারে কেউ বা কারা অগ্নিকান্ডের ঘটনা ঘটাচ্ছে।বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা লিখিত অভিযোগ দায়ের করা হবে।পাশাপাশি ক্ষতিগ্রস্থ দোকানগুলির ক্ষতিপূরণের জন্য শিলিগুড়ির মহকুমাশাসককে বিষয়টি জানানো হবে এমনটাই জানান তিনি।