উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ১ নম্বর গেট খোলার দাবিতে বিক্ষোভ ব্যবসায়ীদের

শিলিগুড়ি,২৮ ডিসেম্বরঃ করোনা সংক্রমন রুখতে বহুদিন ধরেই বন্ধ রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ১ নম্বর গেটটি।আর তাতেই বিপাকে পড়েছেন সেখানকার ব্যাবসায়ীরা।বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হলেও ওই গেট খোলার বিষয়ে কোনোরকম ভূমিকা গ্রহণ করেনি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।এমনকি বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দ্বারস্থ হয়েও লাভ হয়নি বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।


সোমবার ফের বিষয়টি নিয়ে আন্দোলনে সামিল হন ব্যবসায়ীরা।এদিন শুশ্রুতনগর মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গেট খোলার দাবি জানিয়ে অবস্থান বিক্ষোভ করা হয়।

সংগঠনের সম্পাদক দিবাকর সরকার জানান, গেট বন্ধ থাকার ফলে সেখানকার ব্যাবসা সম্পুর্ন লাটে উঠেছে।প্রতিনিয়ত প্রায় ৩০টি বাস চলাচল করতো এখানে আজ তাও বন্ধ হয়ে গিয়েছে।তিনি জানান, শুধুমাত্র মেডিকেল কলেজ কর্তৃপক্ষের উদাসিনতার কারনে আজ বিপদগ্রস্থ কয়েকশো ব্যাবসায়ী।যদি আগামীতে গেট খোলার ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ কোন ভুমিকা গ্রহন না করে তাহলে আমরণ অনশনে যাওয়ার হুমকি দেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *