শিলিগুড়ি,৩ নভেম্বরঃ ছট পুজোয় নির্বিঘ্নে পুজো করতে ঘাটে ব্যারিকেডের পাশে পুজো দিতে যাওয়ার জন্য গেট তৈরি করার দাবি তুলল বিহারি কল্যান মঞ্চ।
আর কিছুদিন পরেই ছটপুজো, আর পুজোর আগেই লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে চলছে সৌন্দর্যায়নের কাজ। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ছটঘাটে বিভিন্ন জায়গায় ব্যারিকেড করা হয়েছে। তবে বিহারি কল্যান মঞ্চের দাবি ওই ব্যারিকেডের পাশে ছোট কয়েকটি গেট তৈরি করে দেওয়া হোক, যাতে পূজোর দিনে ভক্তরা নির্বিঘ্নে পূজো দিতে পারে।
এই দাবিতে মঙ্গলবার তারা পুরনিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্যকে একটি স্মারকলিপিও দেন। সংগঠনের তরফে জানানো হয় যে তাদের এই দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে।