শিলিগুড়ি, ১২ এপ্রিলঃ দেশজুড়ে করোনার থাবায় ত্রস্ত জনজীবন। লকডাউন সর্বত্র। রাজ্যে সাধারণ মানুষের কথা ভেবে খোলা রাখা হয়েছে বাজার ও অন্যান্য জরুরি পরিষেবা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার রাজ্যবাসীর কাছে আবেদন করেছেন বাজারে ভিড় করবেন না। এই সময়ে আলু সেদ্ধ ভাত খেয়েও ভাল থাকা যায়।
কিন্তু বুঝছেন কী মানুষ? অন্তত রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাজারগুলির ছবি দেখে তা মনে হল না। এদিন শিলিগুড়ির বিধান মার্কেট, সুভাষপল্লী, মহাবীরস্থান, গেট বাজার, মোড় বাজার, চম্পাসারি সহ সমস্ত বাজারগুলি ছিল ভিড়ে ঠাসা। আর তা দেখেই ভিড়ের ভয়ে ওই রাস্তা দিয়েই গেলেন না জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত অনেকে। স্থানীয় বাসিন্দারাও ভিড় দেখে আঁতকে উঠছিলেন। অধিকাংশ বাজারে দেখা গেল নেই নিরাপদ সামাজিক দূরত্ব। শুধু তাই নয়। বাজার করতে আসা বহু মানুষের মুখে মাস্ক পর্যন্ত নেই। দেশবন্ধুপাড়ার বাসিন্দা অমল দে। ওষুধের দোকানে কাজ করেন। এদিন মহাবীরস্থান হয়ে দোকানে যাওয়ার সময় দেখেন ভিড়ের মধ্যেই সকলে সবজি কিনছেন। কোনওমতে ভিড় এড়িয়ে দোকানে যান। পরে বলেন, ‘ভয় লাগছিল ভিড় দেখে৷ কবে সচেতন হবো আমরা? এখন তো একদিন বাজার করেই কয়েকদিন চালিয়ে নেওয়া যায়। কিন্তু দেখছি রোজই বাজারে ভিড়।’
এদিকে বাজারগুলিতে পুলিশের টহলদারির দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। এই অবস্থায় কবে সকলে সচেতন হবেন এটাই এখন বড় প্রশ্ন।