শিলিগুড়ি, ২৩ ফেব্রুয়ারিঃ রবিবার সাত সকালে কলেজপাড়ায় মন্ত্রী গৌতম দেবের বাড়ি ঘেরাও ৪০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। তৃণমূলের পতাকা নিয়েই ভিড় করেন অনেকে।দাবি, কাউন্সিলর হিসেবে এবারও সত্যজিৎ অধিকারীকে(ভাইজান) টিকিট দিতে হবে। হাতে প্ল্যাকার্ড হাতেও দেখা যায় বেশ কয়েকজনকে।
এরপর মন্ত্রীর বাড়ি থেকে লোকজন যান তৃণমূল জেলা সভাপতি রঞ্জন সরকারের বাড়িতে।সেখানে গিয়ে জেলা সভাপতির সঙ্গে কথাও বলেন। কিন্তু সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি তারা।মন্ত্রী গৌতম দেব বলেন, এটা আমার বাড়ি।এভাবে রাস্তায় নামা ঠিক হয়নি। দল অনুমোদন দেয় না এসবের।
কাউন্সিলরের থেকে বিষয়টি খোঁজ নেবো।কোনও কিছু বলার থাকলে নিয়ম মেনে অফিসে আসুক।অন্যদিকে কাউন্সিলর সত্যজিৎ অধিকারি বলেন, এভাবে মন্ত্রীর বাড়ির সামনে যারা গিয়েছিল তাদের বলবো সঠিক পদ্ধতি মেনে কথা বলতে। দল যদি মনে করে অন্য কাউকে প্রার্থী করবে তবে তাদের পাশেও থাকবো।