শিলিগুড়ি,১৬ সেপ্টেম্বরঃ আগামীকাল বিশ্বকর্মা পূজা।প্রতিবছর শহরজুড়ে ধুমধামের সহিত বিশ্বকর্মা পূজা করা হলেও এবারে করোনার কারণে পাল্টে গেছে পুরোনো চিত্র।বিগ বাজেটের পুজো গুলো ছোট করে করা হচ্ছে।আবার অনেক পুজো এবার হচ্ছে না।পুজো কম হওয়ায় কারণে এবার বায়না পায়নি ঢাকিরাও।
অন্যান্য বছরের মতো এবছরও শিলিগুড়ি টাউন স্টেশনে এসে পৌঁছান ঢাকিরা।যদিও অন্যান্য বছরের তুলনায় এবছর ঢাকির সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল।ঢাকিরা জানান, এখন পর্যন্ত কোনও পুজো মণ্ডপের তরফে বুকিং আসে নি। তাই সমস্যায় পড়েছেন তারা।
নির্মল ঋষি বলেন, গত বছর বিশ্বকর্মা পূজার দু-তিন মাস আগে থেকেই তাদের বায়না করা হয়েছিল।তবে এবছর এখনও পর্যন্ত কোনও পুজো মণ্ডপের তরফে বায়না আসেনি।কাজ না থাকায় সমস্যায় পড়েছেন তারা।