শিলিগুড়ি, ১২নভেম্বর: সিকিম থেকে আবর্জনা নিয়ে এসে ফেলা হচ্ছে শিলিগুড়িতে। ঘটনায় মঙ্গলবার বেশ কয়েকটি পরিবেশ প্রেমী সংস্থা একত্রিত হয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে স্বারকলিপি দিল। কয়েকদিন ধরেই সিকিম থেকে আবর্জনা নিয়ে এসে তা শিলিগুড়ির নেপালি বস্তি এলাকায় একটি ফাঁকা জায়গায় ফেলা হচ্ছে।
সোমবার এলাকাবাসীরা কয়েকটি ট্রাক আটকে পুলিশে খবর দেন। এরপর আমবাড়ি ফাঁড়ির পুলিশ এসে ট্রাকগুলিকে আটক করে। ঘটনার পরই উদ্বেগপ্রকাশ করেন পরিবেশ প্রেমীরা। ঘটনায় প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়ে মঙ্গলবার কমিশনারেটে স্মারকলিপি দেন পরিবেশ প্রেমীরা। বিষয়টি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, জপাইগুড়ির জেলাশাসক, ডিএফওকেও জানানো হবে বলে জানান তাঁরা।